রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহানবীকে কটূক্তির প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহানবীকে কটূক্তির প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ 

ঝিনাইদহের মহেশপুরে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে উপজেলা ওলামা ও ইমাম পরিষদ।

বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরো শহর প্রদক্ষিণ করে শহরের কলেজ স্ট্যান্ডে সমবেত হন। পরে এক সমাবেশে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বনবীকে নিয়ে কোন অপমান বরদাস্ত করা হবে না।

এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মুসল্লিরা। সে সময় মহেশপুর কওমি মাদ্রাসার সহ সভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, খুলনা বিভাগের কওমি মাদ্রাসার ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সরোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ